প্রকাশিত: Sat, Dec 2, 2023 1:59 PM আপডেট: Sat, Dec 6, 2025 7:52 PM
[১] খুলনার কয়রায় আমন ধানের বাম্পার ফলন
এসএম মনিরুজ্জামান: [২] খুলনার কয়রায় কৃষি উৎপাদন বৃদ্ধি পেয়েছে। আবহাওয়া অনুকুলে থাকায় এ বছর আমনের বাম্পার ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে। কৃষি প্রধান দেশে কৃষি অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। সে জন্য কৃষি উৎপাদন বাড়ানোর লক্ষে সরকার কৃষকদের কাছে কৃষি উপকরণ সহজ প্রাপ্যতা নিশ্চিতকল্পে কাজ করছে। যার সুফল পাচ্ছেন কৃষক। খাদ্য মানুষের পুষ্ঠি প্রদানের অন্যতম উপকরণ।
[৩] মানুষের খাদ্য চাহিদা পূরণে কৃষি উৎপাদন বৃদ্ধি ও জীবনযাত্রার মান উন্নয়ন এবং কৃষি উপকরণ কৃষকদের দোরগোড়ায় েেপৗছে দেয়ার লক্ষে সরকার নানামুখি উদ্যোগ নিয়েছেন।
[৪] উপজেলা কৃষি অফিস সুত্রে জানা গেছে, চলতি ২০২৩-২৪ অর্থ বছরে কয়রা উপজেলায় ১৫ হাজার ১০ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ মাত্রা ধরা হয়েছে। চাষাবাদ হয়েছে ১৬ হাজার ২৩৫ হেক্টর জমি। লক্ষ মাত্রার চেয়ে বেশি জমি চাষাবাদ হয়েছে। ফলন উৎপাদন হয়েছে ৭৭ হাজার ৯২৮ মেট্রিকটন। চলতি অর্থ বছরের ধান এখনো দন্ডায়মান এবং কিছু ধান কর্তন অব্যহত রয়েছে। আবহাওয়া অনুকুলে থাকায় এ বছর আমনের বাম্পার ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে। বিগত ২০২২-২৩ অর্থ বছরে লক্ষ মাত্রা ছিলো ১৪ হাজার ৬২০ হেক্টর জমি। চাষাবাদ হয়েছে ১৫ হাজার ২০ হেক্টর জমি। ফলন উৎপাদন হয়েছে ৭৩ হাজার ৩৬১ টন।
[৫] ২০২১-২২ অর্থ বছরে লক্ষ মাত্রা ছিলো ১৩ হাজার ৫ শ হেক্টর জমি। চাষাবাদ হয়েছে ১৪ হাজার ৬২০ হেক্টর জমি। ফলন উৎপাদন হয়েছে ৭০ হাজার ১৭৬ মেট্রিকটন। প্রতি বছর আবাদ ও উৎপাদন বৃদ্ধি পেয়েছে। সরকার চলতি অর্থ বছরে আমন আবাদের জন্য কয়রা উপজেলায় ৬ হাজার ৬৬৫ জন কৃষকদের প্রণোদনা দিয়েছেন। এই প্রনোদনা দেয়ায় আগ্রহী হয়ে কৃষকরা বেশি জমি আবাদ করছে। যার ফলে উৎপাদন বেড়েছে।
[৬] উপজেলা কৃষি অফিসার আব্দুল্যাহ আল মামুন বলেন, কৃষি প্রধান দেশে মানুষের মুখে খাবার তুলে দেয়ার জন্য সরকার নানামুখি ব্যবস্থা গ্রহন করেছে। কৃষক যাতে সহজে উৎপাদন বাড়াতে পারে তার জন্য বিভিন্ন রকম ব্যবস্থা নিয়েছে। যাতে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীরা ফসল উৎপাদনে আগ্রহী হন এবং উৎসাহ পান সে জন্য বিনা মুল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। সরকার বিনা মুল্যে সার- বীজ ও কৃষি উপকরণ সরবরাহ করার কারণে কৃষক আগ্রহী হয়ে আবাদের দিকে ঝুকেছেন । যে কারনে উৎপাদন বৃদ্ধি পেয়েছে।